নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। এই ঘটনায় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বেনিদুয়ার এলাকায় একটি অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সদস্য মামদুল ইসলাম (৪৫) ও তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি কালো কষ্টিপাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়েছে। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি। র্যাব জানায়, গ্রেপ্তার মামদুল ও তরিকুল প্রাচীন...