জয়পুরহাটের পাঁচবিবিতে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাইদার ইসলাম নামের এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় পাঁচবিবি থানায় একটি মামলা হয়। মামলায় স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, তাঁর ছেলে রাকিবুল ইসলাম ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের শিকার সাংবাদিক সাইদার ইসলাম বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রত্যাশা প্রতিদিনের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলার পারইল গ্রামের আব্দুর রহিমের ছেলে ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর। সাইদার অভিযোগ করে বলেন, ‘শফিকুল আগে আওয়ামী লীগ করতেন, সে সময় ওই বিদ্যালয়ে আমার চাকরি হয়। এতে তাঁর তদবির হয়েছে বলে...