‘জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ইমেজ’ মডেলটি ‘ন্যানো ব্যানানা’ নামে পরিচিত, যা অগাস্টের শেষ দিকে চালুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কেবল দুই সপ্তাহে ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহার করে ৫০ কোটিরও বেশি ছবি তৈরি করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও মেটার থ্রেডস’কে পেছনে ফেলে এখন যুক্তরাষ্ট্রে অ্যাপলের শীর্ষ ফ্রি অ্যাপের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে গুগলের জেমিনাই। যুক্তরাজ্যেও চ্যাটজিপিটি ও কেনাকাটার অ্যাপ ‘টেমু’কে পেছনে ফেলে শীর্ষে রয়েছে চ্যাটবটটি। গত ২৬ অগাস্ট জেমিনাই আপডেটের ঘোষণা দেয় গুগল। ওই সময় নতুন সংস্করণের জেমিনাইকে ‘অত্যাধুনিক’ মানের ছবি তৈরি ও এডিটের মডেল হিসেবে বর্ণনা করেছিল কোম্পানিটি। তাদের দাবি, মডেলটি এমন কিছু কাজ করতে পারে, যা এখনও বাস্তবায়ন করতে পারেনি প্রতিদ্বন্দ্বীরা। ওই সময় গুগল বলেছে, “ছবি তৈরির ক্ষেত্রে মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে, একই চরিত্র বা...