এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস টস করার সাথে সাথে দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। আজকের ম্যাচটি হতে যাচ্ছে টাইগারদের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ১৯ বছর পর আজ হতে যাচ্ছে ডাবল সেঞ্চুরি। ১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। বাকি ৬টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয়ের সামনে বাংলাদেশ। তবে কাজটা মোটেও সহজ নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। গ্রুপ পর্বে একটিমাত্র জয় পাওয়া বাংলাদেশ আজ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। উঠতে হবে দেশে ফেরার বিমানে। ২০২১ সালের জুলাইয়ে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই শততম টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে টাইগারদের লেগেছিল প্রায় ১৫ বছর। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৮ উইকেটের...