বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে কাজ করছে সরকার। তবে এ বিষয়ে খুব বেশি আশাবাদী না হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত কর্মশালায় তিনি বলেন, “আমরা চেষ্টা করছি তিন বছর গ্র্যাজুয়েশন ডেফার করতে। এটা হলে আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। তবে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস করাতে হবে, যেখানে ভারতের মতো বন্ধুপ্রতিম দেশও বিরোধিতা করছে।” বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্র, জাপান, তুরস্ক ও ভারতের মতো দেশ প্রথমেই আপত্তি তুলেছে। তাই তাদের টেকনিক্যাল সহায়তা নিয়েই বিরোধিতা কমানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না।” ২০১৮ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া শুরু হয়। মহামারীর কারণে সময়সীমা দুই বছর বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বরে তা কার্যকর হওয়ার...