ফুটবলকে বিদায় জানিয়ে বুটজোড়া তুলে রাখলেন বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ৩১ বছর বয়সেই জানিয়ে দিয়েছেন সবধরনের ফুটবল থেকে অবসরের কথা। আবেগঘন ভিডিওবার্তাও প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও এখন সময় এসেছে বিদায় বলার। আমার সেরাটা দিয়েছি, কোনকিছুতেই অনুতপ্ত নই। আমার সকল ক্লাব, সভাপতি, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি।’ ‘লিঁও, বার্সেলোনা, লিল,...