১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জন করেছি। তিনি বলেন, যে লক্ষ্যেই এই স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নষ্ট না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং ২৬...