১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা দিন দিন প্রকট রূপ ধারণ করছে। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে এবং দেশের কারাগার সমূহও এ ক্ষতিকর প্রভাবের বাইরে নয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জেল সেপ্টেম্বর ২০২৫ মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস হিসেবে ঘোষণা করে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার। তিনি জানান, বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় কারা প্রশাসন, জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে কারাগারে প্রবেশের সময় দর্শনার্থী, বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ তল্লাশি, কারারক্ষী, বন্দি ও দর্শনার্থীদের জন্য মাদকবিরোধী সচেতনতামূলক উদ্যোগ এবং...