অনেক আশা-প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গিয়েছিল বাংলাদেশ। শুরুটাও মন্দ ছিল না। কিন্তু পরের ম্যাচেই হোচট খায় লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সেই আশার বেলুন যেন এখন চুপসে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেই এশিয়া কাপের যাত্রা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এমন বাঁচা-মরার সমীকরণ নিয়ে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন-মুস্তাফিজরা। এশিয়া কাপের আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। তাই দেশে থাকা কোটি ভক্তের খেলা দেখার মাধ্যম টেলিভিশন কিংবা অনলাইন প্ল্যাটফর্ম। প্রশ্ন হলো কোথায়, কীভাবে দেখবেন বাংলাদেশ-আফগানিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ। এশিয়িান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে এশিয়া কাপ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এই চ্যানেলেই দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। এছাড়াও ভারতীয় চ্যানেল সনি লিভেও দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা...