জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যামূলক কাজের পাঁচটি শর্তের চারটিই পূরণ করেছে ইসরায়েল। তদন্তকারীরা বলেছেন, এতে উসকানি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ৭২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করার মতো কাজগুলো করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িঘর, আশ্রয়কেন্দ্র ও নিরাপদ অঞ্চলে বোমা হামলা চালিয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী, শিশু ও বয়স্ক মানুষ। এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিরা নির্যাতন, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও সাংস্কৃতিক নির্মূলের শিকার হয়েছে। ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে খাদ্য,...