দুই নাবালক সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে বসিয়ে রেখে পালিয়ে গেল আত্মীয়। দুই সন্তান নিয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসে রইল অন্তঃসত্ত্বা ওই নারী। অবশেষে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই শিশুসহ ওই বাংলাদেশি নারীকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ঘটনা ভারত বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকার। জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশি ওই নারীর নাম পরিমা আক্তার। দুই বছর ও চার বছরের দুই নাবালক সন্তানসহ তাকে ভারতের পেট্রাপোল সীমান্তের অংশে বসিয়ে রেখে পালিয়ে যায় তার নিজের কাকা শ্বশুর। ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে সীমান্ত নিয়ে আসেন তার ওই আত্মীয়। পরে সীমান্তের একটি হোটেলে তাদের খাওয়ানোর পর ফল কেনার নাম করে তিনি চুপচাপ পালিয়ে যান।আরো পড়ুন:অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন...