নাট্য সংগঠন আবহমান এবং স্বপ্নদল যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ‘আবহমান-স্বপ্নদল নাট্য অয়োজন ২০২৫’। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রথম দুদিন আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটায় আবহমানের পরিবেশনায় যথাক্রমে ‘সুন্দরী’ ও ‘চণ্ডীদাস’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘চণ্ডীদাস’ রচনা করেছেন শান্তা মারিয়া এবং ‘সুন্দরী’ রচনাসহ এ দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। শেষদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থাকছে স্বপ্নদল প্রযোজনা ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ দেশ-বিদেশে প্রশংসিত জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১২০তম মঞ্চায়ন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে বৃক্ষ তথা প্রকৃতির যে নিবিড় সম্পর্ক, তাকে ধারণ করেই ‘সুন্দরী’ নাট্যপ্রযোজনাটি নির্মিত হয়েছে। প্রকৃতি ও মানব প্রকৃতই একে অপরের পরিপূরক, তাই প্রকৃতির বিনাশ মানেই হলো মানব-অস্তিত্ব...