ঢাকা: শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসনবিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। অতি ডানপন্থি রাজনৈতিক কর্মী টমি রবিনসনের আহ্বানে সাড়া দিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে যোগ দেন। সমাবেশজুড়ে অভিবাসনবিরোধী নানা স্লোগান দেয়া হয়।লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি যুক্তরাজ্যের ইতিহাসে এখন পর্যন্ত অনুষ্ঠিত অন্যতম বৃহৎ ডানপন্থি সমাবেশ। শহরের কেন্দ্রীয় এলাকায় হাজার হাজার ব্রিটিশ পতাকা হাতে জমায়েত হন বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় (স্মল বোটস) করে অভিবাসীদের আগমন বন্ধের আহ্বান জানানো হয়।বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং কিছু অংশে সংঘর্ষও ঘটে। পরে এ ঘটনায় অন্তত ২৪ জনকে আটক করে পুলিশ।৪২ বছর বয়সি রবিনসন এর আসল নাম স্টিফেন ইয়্যাক্সলি-লেনন। তিনি বিতর্কিত সংগঠন ‘ইংলিশ ডিফেন্স...