১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম কুমিল্লার লালমাইয়ে সাবেক স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে রাত্রিযাপনে বাধ্য করার কারণে খুন হয়েছেন দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া, তার বর্তমান স্বামী, বাবা-মা ও সহযোগী মিলে হত্যাকাণ্ড সংঘটিত করে লাশ রেললাইনের পাশে ফেলে রাখেন। ইতোমধ্যে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, ১০ সেপ্টেম্বর কুমিল্লা লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। নিহতের মাথার ডান পাশে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে ময়নাতদন্ত শেষে নিহতের...