ঢাকা:ঢাকার বিভিন্ন জায়গায় চলতি মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডারদের ‘চোরাগোপ্তা’ মিছিল বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরেও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছে তারা।এসময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এর আগে গতকাল (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির ক্যাডাররা মিছিল বের করতে চাইলে জনসাধারণ তাদের ধাওয়া দেয়। এসময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। চোরাগোপ্তা মিছিলের সংখ্যা কিছুটা বেড়েছে স্বীকার করে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টার এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আশার অনুরোধ জানিয়েছেন। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়া আরিফ বাংলানিউজকে বলেন, গতকাল সোমবার দুপুরে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোকজন ব্যানার নিয়ে...