এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর জন্য যে আনুষ্ঠানিক আবেদন করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পিসিবিকে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রশ্ন উঠেছে, এবার কি ম্যাচ বর্জনের পথে হাঁটবে পাকিস্তান? গত রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দেয় ভারত। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা স্বাভাবিক প্রথা অনুযায়ী প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এমনকি পাকিস্তানি খেলোয়াড় ও কোচ মাইক হেসন যখন ড্রেসিংরুমে এসে হাত মেলাতে চান, তখন ড্রেসিংরুমের দরজাও বন্ধ ছিল। এ ঘটনায় তোলপাড় পড়ে যায়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় পিসিবি। এর ধারাবাহিকতায় পিসিবি অভিযোগ তোলে যে, ম্যাচের আগে টসের সময় পাইক্রফট নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে নির্দেশ দিয়েছিলেন- তিনি যেন ভারতীয় অধিনায়ক...