এক একজনের প্রেমের প্রকাশ এক এক রকম। প্রেমে ব্যর্থ হয়ে মানুষ কখনও কখনও আত্মহত্যার মতো পথও বেছে নেয়। আবার কেউ কেউ নতুন মানুষটিকেই ধীরে ধীরে ভালোবেসে ফেলে। কেউবা সংসারের মায়ায় পুরনো প্রেম ভুলে যায়, অথবা ভুলে থাকে। আবার কেউ কেউ নতুন সংসার জলাঞ্জলি দিয়ে ফিরে যায় পুরনো প্রেমিকের কাছেই। ভারতের উত্তরপ্রদেশের কামরৌলি থানার এক যুবক স্ত্রীর পুরনো প্রেমের কথা জানতে পেরে, নিজে উদ্যোগ নিয়ে স্ত্রীর ফের বিয়ে দিয়ে দিয়েছেন। চলতি বছরের ২ মার্চ বিয়ে হয়েছিল বাসিন্দা শিবশঙ্কর এবং রানিগঞ্জের উমার। মাত্র ছয় মাসের সংসার তাদের। ছয় মাস পরে এসে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিবশঙ্কর। কারণ, উমা শিবশঙ্করের সঙ্গে সংসার পাতলেও ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন বিশাল নামের তার প্রেমিকের সঙ্গে। শিবশঙ্কর প্রথম প্রথম স্ত্রীকে ওই সম্পর্ক...