১৯৮০ সালের পর থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে মানুষের কাছে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক টেম্পারেচার বেড়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘অ্যান আনসাস্টেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এই গবেষণা প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাংক। গবেষণা প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রা বাড়ার কারণে বাংলাদেশে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, পাশাপাশি উৎপাদনশীলতা হ্রাসের ফলে অর্থনীতিতেও বড় ক্ষতি হচ্ছে। এর ফলে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগের প্রকোপ বেড়েছে। একইসঙ্গে হিটওয়েভের কারণে বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যাও বাড়ছে। বিশ্বব্যাংকের এই গবেষণা...