১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম প্রায় দুই বছরের যুদ্ধের পর গাজায় ইসরাইলের বর্বরতা ‘একটি গণহত্যা’ বলে প্রমাণিত হয়েছে জাতিসংঘের এক তদন্তে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার কাছে সংস্থাটির তদন্তের এ ফলাফলের বিষয়ে ঘোষণা দেন। এক সাক্ষাৎকারে পিল্লে বলেন, ‘আমরা (ইসরাইলি) প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী (ইয়োভ গ্যালান্ত)-কে তাদের বক্তব্য এবং তাদের দেয়া আদেশের ভিত্তিতে শনাক্ত করেছি।’তিনি আরও বলেন, যেহেতু এই তিন ব্যক্তি রাষ্ট্রের এজেন্ট ছিলেন, আইন অনুসারে, রাষ্ট্রকে দায়ী করা হয়। তাই আমরা বলি যে রাষ্ট্রই (ইসরাইল) গণহত্যা চালিয়েছে। প্রতিবেদন অনুসারে, কমিশন দেখেছে যে ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি, ‘পরিস্থিতিগত প্রমাণ’ ছিল, যার ফলে তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে...