জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। খবর বিবিসির। এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যে চারটি সংঘটিত হওয়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। এগুলো হলো—একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, পরিকল্পিতভাবে ধ্বংস নিশ্চিত করার মতো জীবনযাত্রার শর্ত চাপিয়ে দেওয়া এবং জন্মরোধ করা। এতে ইসরায়েলি নেতাদের বক্তব্য এবং ইসরায়েলি বাহিনীর আচরণকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। তারা প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মন্তব্য জাতিসংঘের কমিশনের তিন বিশেষজ্ঞ ‘হামাসের এজেন্ট’। তিনি আরও দাবি করেন, হামাসই ইসরায়েলে গণহত্যার চেষ্টা চালিয়েছে— এক হাজার ২০০...