লিটন দাসের ব্যাটকে তুলনা করা হয় মোনালিসার তুলির সঙ্গে। লিটনের একেকটি শট যেন মোনালিসার একেকটি তুলির আচর। কিন্তু রঙহীন সেই তুলিতে ধুলি জমতে শুরু করেছিল। তবে ব্যর্থতার নাগপাশ ছিন্ন করে সেই ধুলি ছাড়িয়ে আবারও হেসে উঠেছে লিটনের ব্যাট। লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আফগানদের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই নিজেকে নিয়ে যাবেন অন্যন্য উচ্চতায়। লিটনের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। আর আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২৮ রান করতে পারলেই সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবে লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চেয়ে মাত্র ২৭ রানে পিছিয়ে আছেন লিটন। ২ হাজার ৫২৪ রান নিয়ে আজ মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন লিটন। জাতীয় দলের হয়ে...