টেসলার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পেতে কোম্পানিটির প্রায় একশ কোটি ডলারের শেয়ার কিনেছেন টেসলার সিইও ইলন মাস্ক। এ খবর প্রকোশের পর সোমবার ‘প্রিমার্কেট ট্রেডিং’য়ে টেসলার শেয়ার আট শতাংশেরও বেশি বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। টেসলা এখন কেবল ইভি নির্মাতা হিসেবে থাকতে চাইছে না, বরং কোম্পানিটি রোবট্যাক্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো উন্নত প্রযুক্তিতেও কাজ করতে চাইছে। তাদের লক্ষ্য হচ্ছে, প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুসারে, গত ডিসেম্বর পর্যন্ত টেসলায় প্রায় ১৩ শতাংশ শেয়ার ছিল মাস্কের। সরকারি নথি অনুসারে, শুক্রবার খোলা বাজারে লেনদেনে ২৫ লাখ ৭০ হাজার শেয়ার কেনার কথা প্রকাশ করেছেন মাস্ক। এসব শেয়ার কিনতে প্রতি শেয়ার প্রায় তিনশ ৭২ থেকে তিনশ ৯৬ ডলারের মধ্যে দাম দিয়েছেন তিনি। শুক্রবার টেসলার শেয়ার সাত শতাংশেরও...