বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন শুধু পর্দার নায়ক নন, জীবনের কঠিন লড়াইতেও তিনি এক প্রকৃত যোদ্ধা। তাইতো ৮৩ ছুঁয়েও থেমে নেই তিনি। জীবনের নানা রোগব্যাধির মুখোমুখি হয়েও কখনও তিনি ভেঙে পড়েননি। বরং তার অভিজ্ঞতা থেকেই তিনি বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তাইতো এখনও সমানতালে অভিনয় ও সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন। তবে জীবনীশক্তিতে ভরপুর হলেও বয়ে বেড়াচ্ছেন গুরুতর শারীরিক সমস্যা। লিভারের ৭৫ ভাগই অকেজো তার, আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মা রোগেও। কিন্তু সেসব সামলেও এখনো সুস্থ আছেন এ মহাতারকা। তবে কীভাবে এত সমস্যা নিয়েও সুস্থ আছেন তিনি, তারই কাহিনি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। আশির দশকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সুস্থতার জন্য ৬০ বোতল রক্ত দেওয়া হয় তাকে যা নেওয়া হয়েছিল ২০০ জনের শরীর থেকে। তাদের একজনের ছিল...