গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার মালিবাগের কারিতাস মিলনায়তনে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ়্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাঙচিল ঢাকা জেলার সভাপতি ও কারিতাস বাংলাদেশের ঢাকা জোনের পরিচালক কবি থিওফিল নকরেক। অনুষ্ঠান উদ্বোধন করেন গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী এবং স্বাগত বক্তব্য দেন কবি তন্ময় হারিস। অনুষ্ঠানে বক্তব্য দেন ও কবিতা গানে অংশ নেন কবি মেজর পলক রহমান, কবি এটিএম ফারুক, শিল্পী এমিরিটাস প্রফেসর ডা. ইউনুস আলী, কবি লিজি আহমেদ, উপদেষ্টা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দীন সেখ, বীর মুক্তিযোদ্ধা আলীম আহমেদ, কবি মোহাম্মদ বজলুল করিম, কবি এসএকে রেজাউল করিম, কবি আবদুল হক চাষী, ছড়াশিল্পী আতিক...