শফিক ওর হাতদুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলে, তোর হাত ধরে আমি স্বর্গে চলে যেতে চাই। আমি তোর কাছে কী এমন চাইতে পারি, যা তুই রাখতে পারবি না? কীভাবে করব, তুই তো সব সুযোগ দিয়েছিস সজিবকে। ওর সাথে তো রিসোর্টেও গিয়েছিস। আমাকে কী কোনো সুযোগ দিচ্ছিস? তুই আমাকে তো কোনো সুযোগই দিচ্ছিস না। সে রকম সুযোগ সৃষ্টি না হলে আমি কী করব? কী সুযোগ তুই চাস? কী সুযোগ আমাকে সৃষ্টি করতে হবে? সজিবকে তো আমি কিছু শিখিয়ে দেইনি। সেদিন থেকে শফিকের আচরণ একটু অন্যরকম হয়ে যায়। কথায় কথায় কাছে টানার চেষ্টা করে। শরীরের প্রতি তার লোভ দিন দিনই বেড়ে যেতে থাকে। তারপর শফিক বলে, আচ্ছা, মনে রাখলাম। এখন চল। আড়ং-এ। তোকে একটা শাড়ি কিনে দেবো বলেই ওকে নিয়ে আড়ং-এ চলে...