রোদ থেকে ত্বক রক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করা যেমন জরুরি বা চোখের জন্য ব্লু-লাইট চশমা পরা, তেমনি কানের জন্য কেন কোনো সুরক্ষার ব্যবস্থা নেই? অথচ শ্রবণশক্তি নষ্ট হলে কিন্তু তা আর ফেরানো যায় না। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য-বিষয়ক লেখক কেটি ম্যাগুয়ার ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ইয়ারপ্লাগ হতে পারে সেই অজানা অথচ জরুরি স্বাস্থ্যসঙ্গী, যেটিকে এখনও গুরুত্ব দেওয়া শুরু হয়নি।” কেটি ম্যাগুয়ার নিজেই ছোটবেলা থেকে কানের সমস্যায় ভুগেছেন। বারবার কানে সংক্রমণ হওয়ার কারণে প্রায়ই চিকিৎসকের কাছে যেতে হত। বড় হওয়ার পরও তিনি খেয়াল করেন, সমবয়সীদের তুলনায় তার শ্রবণশক্তি কিছুটা দুর্বল। যদিও সেটা ততটা বোঝা যায় না। তবে দীর্ঘমেয়াদে ক্ষতি যে জমা হচ্ছে তা তিনি বুঝতে পেরেছেন। একটি কনসার্টে গিয়ে প্রথমবার তিনি ব্যবহার করেন আধুনিক নকশার ‘লুপ ইয়ারপ্লাগস’। তখনই উপলব্ধি করেন, কানে বাজনা...