১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ আবারও সহিংসতার রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠল। কেচ জেলার শেরবান্দি এলাকায় চলমান ক্লিয়ারেন্স অভিযানে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারালেন দেশটির পাঁচ সেনা সদস্য। এই ঘটনার পাশাপাশি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ পাঁচ সন্ত্রাসীকেও হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শেরবান্দি এলাকায়, যেখানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে সোমবার সেনারা অভিযান চালাচ্ছিল। অভিযানের মাঝেই সেনাবাহিনীর একটি গাড়ি ল্যান্ডমাইনে আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ সেনা প্রাণ হারান। পাকিস্তান সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে সক্রিয়, আর নিরাপত্তা বাহিনী সেগুলোকে দমন করতে কঠোর অভিযান চালাচ্ছে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এ অভিযানে সেনাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানির ঘটনা...