১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন। উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। হল সংসদ নির্বাচনে প্রীতিলতা হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। গেল রবিবার মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গেল দুইদিনের চেয়ে আজ শেষ দিনে আরও বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কেন্দ্রীয় সংসদে শাখা ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি। হল সংসদে ছাত্রীসংস্থার হয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রীতিলতা হল ছাত্রী সংস্থা। এসময় তারা...