রাশিয়ার সম্পদ জব্দের চেষ্টা করলে পদক্ষেপ নেবে মস্কো। গতকাল সোমবার ইউরোপীয় দেশগুলোকে এই সতর্ক করেছে রাশিয়া। এই সতর্কবাণী এমন সময়ে উচ্চারিত হলো, যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা করতে জব্দ রুশ সম্পদ থেকে শতকোটি ডলার খরচ করার পরিকল্পনা করছে। খবর রয়টার্স। ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর পর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে। ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলার মূল্যের সার্বভৌম রুশ সম্পদ অবরুদ্ধ করে রাখে। এগুলোতে প্রধানত ইউরোপীয়, যুক্তরাষ্ট্রীয় এবং ব্রিটিশ সরকারি বন্ড রয়েছে। এগুলো ইউরোপিয়ান সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাখা ছিল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন চেয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপে অবরুদ্ধ রুশ সম্পদ ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অর্থায়ন করা হোক। পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় কমিশন ইউরোপীয় কেন্দ্রীয়...