রাজধানীর ঢাকায় আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫। শেষ হবে আগামী শনিবার। এতে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা-সুরক্ষা প্রযুক্তির আদান-প্রদানের দারুণ সুযোগ তৈরি হবে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পাবলিক রিলেশন ম্যানেজার উজ্জ্বল এ গোমেজ এ তথ্য নিশ্চিত করেছেন। দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়তে এই এক্সপোর আয়োজন করা হয়েছে জানিয়ে উজ্জ্বল এ গোমেজ জানান, আগামী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫ প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সম্মতি জানিয়েছে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ...