ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের একটি অনুসন্ধানী কমিশন। প্রায় দুই বছরের যুদ্ধের পর এ ঘোষণা একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি অন দ্য অকুপাইড প্যালেস্টাইন টেরিটরির চেয়ার নাভি পিল্লাই এ তথ্য জানান। নাভি পিল্লাই বলেন, “আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে চিহ্নিত করেছি তাদের দেয়া বক্তব্য ও নির্দেশনার ভিত্তিতে। এরা সবাই রাষ্ট্রের প্রতিনিধি হওয়ায় আন্তর্জাতিক আইনে রাষ্ট্রকেই দায়ী করা হয়। সুতরাং আমরা বলছি, ইসরায়েল রাষ্ট্র গণহত্যা করেছে।” প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া...