চট্টগ্রাম:বর্তমান বিশ্ব পরিস্থিতি, ক্রমবর্ধমান ভোগ্যপণ্যের চাহিদা, রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর সক্ষমতা বিবেচনায় চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানোকে উদ্বেগের বলছেন ব্যবসায়ীরা। বন্দরে উচ্চহারে মাশুল বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। প্রায় তিন যুগের বেশি সময় পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ বাড়িয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের সই করা প্রজ্ঞাপন প্রকাশিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন ট্যারিফ শিডিউল কার্যকর করেছে বন্দর কর্তৃপক্ষ। সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বন্দরের মতো সেবামূলক একটি সংস্থার সেবা মাশুল একলাফে গড়ে ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে আমরা খুবই অবাক হয়েছি। বন্দরের মাশুল বাড়ানোর কারণে রপ্তানি সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ, রপ্তানিতে এখন দুই দফায় বাড়তি মাশুল গুনতে হবে। কাঁচামাল আমদানির সময় এবং কনটেইনারে পণ্য রপ্তানির সময় এই মাশুল দিতে...