একসময়ের চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সোহরাব রুস্তম’ ছবির এই নায়িকা। বনশ্রীর ভাই মোহাম্মদ হারুনের মাধ্যমে চ্যানেল আই অনলাইনকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য সনি রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি (বনশ্রী) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। মঙ্গলবার বাদ আসর তার জানাজা হওয়ার কথা রয়েছে, পরে শিবচর পৌরসভা গোরস্থানে হবে দাফন। সনি রহমান জানান, বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। ‘সোহরাব-রুস্তম’ ও ‘মহা ভূমিকম্প’সহ আলোচিত কয়েকটি ঢাকাই সিনেমার নায়িকা...