এশিয়া কাপে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর বিষয়টি। ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে ঘটনার দুদিন পর প্রতিক্রিয়া জানাল বিসিসিআই। অফিসিয়ালি কোন বিবৃতি না দিলেও নাম প্রকাশ না করার শর্তে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমার যাদবরা যা করেছেন, তা ভুল কিছু নয়। বোর্ড ক্রিকেটারদের পাশে রয়েছে। ‘দেখুন, ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো নিয়ে কিছু লেখা নেই। সাধারণত সম্মান জানাতে দুদলের ক্রিকেটাররা হাত মেলান। বিশ্বজুড়ে সেটাই দেখা যায়। কিন্তু এর তো কোন নিয়ম নেই। তাহলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে।’ দুদেশের সম্পর্কের...