এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচটিতে ফল পক্ষে না আসলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলে জিইয়ে থাকবে আশা। শ্রেষ্ঠত্ব অর্জনের আসরে হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, তার বদলে আসেন শরিফুল ইসলাম। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে ফিরছেন তাসকিন। তাই একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন। ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশনে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নম্বর জায়গা নিয়ে আলোচনা। তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে সাইফ হাসানকে ভাবা হতে পারে। শেষ দিকে শামীম হোসেন...