বাহাত্তরের সংবিধানকে ‘মরহুম সংবিধান’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার রাজধানীতে জাতীয় যুবশক্তির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অবশ্য তার দলের শীর্ষ নেতারা শুরু থেকেই বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী ও ফ্যাসিবাদী সংবিধান আখ্যা দিয়ে এর কবর রচনার কথাও বলছেন। বাস্তবতা হলো, বাহাত্তরের সংবিধান বলে এ মুহূর্তে দেশে কিছু নেই। কেননা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে যে সংবিধান গৃহীত হয়, ওই সংবিধানে এখন পর্যন্ত ১৭ বার সংশোধন আনা হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমানের আমলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি বদলে দেয়া হয়। সংবিধানের শুরুতে যুক্ত করা হয় বিসমিল্লাহ। এরশাদের সময় অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে যুক্ত করা হয় রাষ্ট্রধর্ম। এরপর সবচেয়ে বড় পরিবর্তন আনা হয় ২০১১ সালে...