সারা বিশ্বের কৃষি বিনিয়োগকারীদের জন্য অন্যতম সেরা গন্তব্য হতে পারে ‘পার্ল অব আফ্রিকা’ কিংবা ‘আফ্রিকার মুক্তা’ খ্যাত দেশ উগান্ডা। দেশটির জলবায়ু কৃষির জন্য বিশেষভাবে অনুকূল হওয়ায় ও বিস্তৃতি চাষযোগ্য জমি থাকায় এখানে অর্গানিক চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উগান্ডার অর্থনীতির মূল ভিত্তিই হলো কৃষি। প্রায় ৭০ শতাংশ মানুষ জীবিকার জন্য এই খাতের ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় ২৪ শতাংশ, আর মোট রপ্তানি আয়ের প্রায় ৩৫ শতাংশই আসে কৃষিপণ্য থেকে। কফি, চা ও অন্যান্য কৃষিপণ্য এর প্রধান রপ্তানি আয় যোগায়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক কৃষি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে আফ্রিকার এই সম্ভাবনাময় দেশটি। এমনকি, বাংলাদেশ থেকেও অনেকে এখন উগান্ডার কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠছেন। চলুন জেনে নেওয়া যাক, কেন এই দেশ কৃষি বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে... উগান্ডায় বছরে দুইবার...