গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেচ। সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজ দলের এক সভায় তিনি বলেন, রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত। সানচেজ বলেন, ‘ক্রীড়া সংগঠনগুলোর ভাবা উচিত, এই পরিস্থিতিতে ইসরায়েলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কতটা নৈতিক। ইউক্রেনে হামলার পর রাশিয়াকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, গাজায় হামলার পর ইসরায়েলকে কেন নয়? বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইসরায়েল কেউই আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা উচিত নয়। ’ তার এই মন্তব্য আসে এমন একদিন পর, যখন মাদ্রিদে ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ পর্বে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা ইসরায়েলের দল ইসরায়েল-প্রিমিয়ার টেকের অংশগ্রহণের প্রতিবাদে ট্র্যাকে ব্যারিকেড ফেলে বিক্ষোভ দেখায়। এসময় পুলিশ-প্রদর্শনকারীদের...