ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয় বরং আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব যে দেশই হোক; দাম তুলনা করে কিনছি। এ সময় এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সময় কি গার্মেন্টস দিয়ে দেওয়া হয়েছে– এমন প্রশ্নও তোলেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার এলএনজি...