দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত থাকলেও, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে, তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি করা হলেও, এতে ভোক্তাদের উপর বাড়তি প্রভাব পড়বে না। তিনি জানান, দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস...