ভারতে ক্যানসার আক্রান্তের হার বেড়েই চলেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সবচেয়ে বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন নারীরা। তবে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেশি পুরুষের। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জেএএমএ ওপেন নেটওয়ার্ক জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যানসার রেজিস্ট্রি পিবিসিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ লাখ ৮ হাজার ২২৩টি ক্যানসার আক্রান্তের ঘটনা ও ২ লাখ ৬ হাজার ৪৫৭টি মৃত্যুর ঘটনার ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি। গবেষণায় দেখা গেছে, ভারতের ছোট-বড় সব এলাকায়ই এই মারাত্মক রোগের প্রভাব দেখা যাচ্ছে। আইসিএমআরের তথ্য অনুযায়ী, দেশে মোট ক্যানসারের ৫১.১ শতাংশ আক্রান্ত নারী এবং ৪৮.৯ শতাংশ পুরুষ। তবে মৃত্যুর হারে বিপরীত চিত্র। নারীদের মধ্যে ক্যানসারে ৪৫ শতাংশ মৃত্যু হার, তবে...