দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করেছেন, কোম্পানিটিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সম্পৃক্ততা থাকলেও এ সিদ্ধান্তে কোনো ব্যক্তিগত প্রভাব নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এলএনজি এবং গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কোন পদ্ধতিতে এ উদ্যোগ বাস্তবায়ন হবে, তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে। “যুক্তরাষ্ট্র থেকে গম কিছুটা বেশি দামে কিনলেও সাধারণ ভোক্তার ওপর এর বাড়তি প্রভাব পড়বে না। সার...