ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে, যারা শুধু মাঠে খেলেই নয়, মাঠের বাইরেও নিজেদের অবদান রেখে গেছেন নিঃশব্দে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ মিকি স্টুয়ার্ট তাদেরই একজন। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক তার পথচলার কিছু মুহূর্ত। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ১৯৩৩ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনে জন্ম নেন মাইকেল জন ‘মিকি’ স্টুয়ার্ট। ফুটবল এবং ক্রিকেট-দুই খেলাতেই সমান তালে দক্ষতা দেখিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্রিকেটার হিসেবে। মিকি স্টুয়ার্টের নাম উচ্চারণ হলেই প্রথমেই আসে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের কথা। ১৯৫৪ থেকে ১৯৭২ পর্যন্ত দীর্ঘ প্রায় দুই দশক তিনি সারেকে প্রতিনিধিত্ব করেছেন। বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ছিলেন নির্ভরযোগ্য, পাশাপাশি ফিল্ডিংয়েও দেখিয়েছেন অসাধারণ দক্ষতা। সেই সময় সারেতে একাধিক শিরোপা জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৬০-এর দশকে ইংল্যান্ড জাতীয় দলে ডাক...