১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন যে, সংবাদমাধ্যমটি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে এবং ডেমোক্র্যাটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করছে। ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের মিডিয়া ও রাজনৈতিক মহলে তা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। এই মামলা আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে দায়ের করা হয়েছে। ট্রাম্পের আইনজীবী দল আদালতে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য প্রচারের অভিযোগ এনেছে। মামলা দায়েরের আগে সোমবার রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছিলেন, যে তিনি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চলা মিথ্যা প্রচারের জন্য এই...