১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও আজ পানির প্রাচুর্যের চিত্র বদলে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, নদীগুলো দূষণে জর্জরিত, আর নগর-গ্রামে নিরাপদ পানির সংকট প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পানির দেশের মানুষ হিসেবে পানি ব্যবহারে আমরা কার্পণ্য করতে শিখিনি। বায়ু সাগরে বাস করে যেমন মানুষ বায়ুর কথা ভুলে যায়, পানির প্রাচুর্যে বাস করে আমাদের হয়েছিল একই দশা। পানি যে মূল্যবান সম্পদ তা সম্প্রতি অনুভব করতে শুরু করেছি। বিশ্বজুড়ে এখন পানি পুনঃব্যবহারকে একটি টেকসই সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মৃদু অপরিচ্ছন্ন পানি বা গ্রে ওয়াটার নিরাপদভাবে প্রক্রিয়াজাত করে ব্যবহার করলে তা পানি সংকট কমানো ও পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে পানি জীবন ও অর্থনীতির জন্য অপরিহার্য।...