বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর তিনি এ মামলায় প্রথমদিনের মতো জবানবন্দি প্রদান করেন। প্রথম দিনের সাক্ষ্যে শেখ হাসিনার শাসনামলে তার স্বৈরাচার হয়ে ওঠার পেছনের কয়েকটি ঘটনা ও এ সম্পৃক্তি ব্যক্তিদের নাম ট্রাইব্যুনালে তুলে ধরেন। ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটরগণ উপস্থিত আছেন। এর আগে...