ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ‘সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট’ সাফল্যের সাথে তাদের পদচারণার ২১ বছর পূর্ণ করলো। প্রতিষ্ঠানটির এবারের বর্ষপূর্তিতে আয়োজন করেছে এক নান্দনিক শরৎ উৎসব। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শিরোনাম ‘বেঁধেছি কাশের গুচ্ছ’। রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়-এর তত্ত্বাবধানে শরৎ উৎসব উপলক্ষে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনায় মুখর থাকবে এই আয়োজনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে অংশ নেবেন সুরবিহারের শতাধিক শিল্পী-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের এই বর্ণাঢ্য আয়োজন প্রসঙ্গে...