চীনে একটি হটপট রেস্তোরাঁয় দুই কিশোর স্যুপের পাত্রে প্রস্রাব করায় তাদেরকে দুটি ক্যাটারিং কোম্পানিকে ২.২ মিলিয়ন ইয়েন জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার শাংহাইয়ের একটি আদালত এই রায় দেয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করার অপরাধে দুই কিশোরকে ২২ লাখ ইয়েন জরিমানা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির বৃহত্তম হটপট চেইন রেস্তোরাঁ হাইদিলাওয়ের শাংহাই শাখায় এ ঘটনা ঘটে। ১৭ বছর বয়সী এক কিশোর মদ্যপ অবস্থায় এই ঘটনার ভিডিও অনলাইনে শেয়ার করেছিল। এর পর ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে, দূষিত সুপ কেউ খায়নি। তবুও হাইদিলাও ওই সময়ে রেস্তোরাঁয় খাবার খেতে আসা হাজার হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা...