মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হচ্ছে না। ১৯টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভর্তি ও ভিসা পাওয়া শিক্ষার্থীরা এখন অনিশ্চিত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছেন। এএফপি :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হচ্ছে না। ১৯টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভর্তি ও ভিসা পাওয়া শিক্ষার্থীরা এখন অনিশ্চিত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছেন। দেশটির গণমাধ্যম এবিসি নিউজ গতকাল রোববার এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ধরে তৈরি করা মাকিয়া সেমিনেরের সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মে থেকে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে ১৯টি দেশের ৫ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী এফ-১ ও জে-১...