হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য নিয়ে আরব আমিরাত গিয়েছিল লিটনরা, সেটার শুরুটা করতে পেরেছিল ভালোভাবেই। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে ৬ উইকেটে। এখন সমীকরণ একদম সোজা। যে কেনো মূল্যে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেই লক্ষ্যে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিততে পারলে কিছুটা স্বপ্ন থাকবে সুপার ফোরের, হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্টের যাত্রা থেকে। হাই-ভোল্টেজ এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? সেই প্রশ্নই এখন ঘুরছে দেশের ক্রিকেট পাড়ায়। সেখানে অবশ্য বড় পরিবর্তন দেখা যেতে আফগানিস্তানের বিপক্ষে। একাধিক পরিবর্তন নিয়ে আজ বাঁচা-মরার মিশনে নামতে পারে বাংলাদেশ। লম্বা সময় ধরেই হাসছে না মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের...